প্রিমিয়ার ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ কম মূল্যের হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা তৈরি করেছে। এই ক্যানোলা দিয়ে মিনিটে ৫০ থেকে ৭০ লিটার অক্সিজেন একজন করোনা রোগীকে প্রদান করা সম্ভব। এই অক্সিজেনের ঘনত্ব ২০ থেকে ৫৪ শতাংশ। ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিকের তত্ত্বাবধানে ক্যানোলাটি তৈরি করেছেন বিভাগের শেষ বর্ষের তিন শিক্ষার্থী মোহাম্মদ মাহফুজুল হক, জিতু দাশ ও নুরুল আজিজ।
২৭ মে ২০২১, বৃহস্পতিবার, বেলা ১.০০টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য কার্যালয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৈরিকৃত হাই ফ্লো ন্যাজাল ক্যানোলাটি প্রদর্শন করা হয়। তিনি বলেন, করোনা রোগীদের জীবন রক্ষা করার জন্য দেশের হাসপাতালগুলো উচ্চমূল্যে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা বিদেশ থেকে আমদানি করছিল। এতে রোগীদের চিকিৎসা-খরচ অনেক বেড়ে যাচ্ছিল। তাই দেশীয় প্রযুক্তি ব্যবহার করে কম মূল্যের হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা তৈরির প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। প্রিমিয়ার ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা সম্প্রতি এ ধরনের ক্যানোলা তৈরি করে খুবই গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজ করেছে।
তিনি ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের কম মূল্যের হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা তৈরির জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
এই ক্যানোলা প্রজেক্টের তত্ত্বাবধায়ক টুটন চন্দ্র মল্লিক বলেন, কম দামে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা তৈরির প্রধান চ্যালেঞ্জ হলো অক্সিজেনের প্রবাহের সাথে সাথে অক্সিজেনের ঘনত্ব, আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। এই বিষয়গুলো যাচাই-বাছাই করার জন্য প্রকৌশলী ও চিকিৎসকের সমন্বয় প্রয়োজন। তিনি উল্লেখ করেন, এই প্রজেক্টে মেডিকেল এক্সপার্ট হিসেবে সহায়তা করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মোহাম্মদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সাইফুদ্দিন মুন্না, কম মূল্যের হাই ফ্লো ন্যাজাল ক্যানোলাটির উদ্ভাবক বিভাগের শেষ বর্ষের তিন শিক্ষার্থী মোহাম্মদ মাহফুজুল হক, জিতু দাশ ও নুরুল আজিজ।
Related News
Premier University Welcomes LL.M. Batch 40 with Orientation Program 50 New Graduates Embark on Master’s Journey at Hazari Lane Campus