কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৫তম ব্যাচের ‘কোর্স কমপ্লিশন সিরমনি’ অনুষ্ঠিত হলো।
সম্প্রতি প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় মিলনায়তনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩৫তম ব্যাচের ‘কোর্স কমপ্লিশন সিরমনি’ অনুষ্ঠিত হলো। অনুষ্ঠান কেক কেটে উদ্বোধন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। এসময় মিলনায়তনে আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ ও ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. সাহীদ মোহাম্মদ আসিফ ইকবাল। প্রফেসর ড. অনুপম সেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান যুগ প্রযুক্তির যুগ। এ যুগে শুধু কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থীদের নয়, অন্য বিভাগের শিক্ষার্থীদেরও প্রযুক্তি সম্পর্কে জানতে হয়, এমনকি সমাজবিজ্ঞান ও কলা অনুষদের শিক্ষার্থীদেরও। বাংলাদেশের প্রযুক্তি ও প্রকৌশল শিক্ষা বিশ্বব্যাপী সমাদৃত। বহু শিক্ষার্থী প্রতিবছর স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার জন্য বিদেশ গমন করেন। প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষার্থীরাও দেশে-বিদেশে তাদের কাজ দ্বারা সমাদৃত হবেন বলে আমি আশা করি।
অতিথির বক্তব্যে প্রফেসর ড. তৌফিক সাঈদ বলেন, শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে নিত্য অনুশীলন দরকার। প্রযুক্তিকে অনুশীলন করতে না পারলে পিছিয়ে পড়তে হবে। বিভাগের চেয়ারম্যান ড. আসিফ বলেন, প্রকৌশল শিক্ষায় শিক্ষার্থীদের নিত্য শিখতে হয়। শিক্ষার কৌশল জীবনব্যাপী কাজে লাগাতে হয়। প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি যোগাযোগ দক্ষতা, সামাজিক মূল্যবোধ, নৈতিকতা ও দলগত কাজে মনোযোগ দিতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা শিরিন চৌধুরী, সহকারী অধ্যাপক কিংশুক ধর, সহকারী অধ্যাপক সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইন ও বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ। দ্বিতীয় পর্বে ছিলো শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচে-গানে মিলনায়তন মাতিয়ে তোলেন শিক্ষার্থীরা। সবশেষে চট্টগ্রামের স্বনামধন্য ব্যান্ড দলের পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।