নগরীর জিইসি মোড়স্থ প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা হয়েছে। ২৬ মার্চ ২০২১, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করার প্রাক্কালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেন, শত শত বছর বাংলাকে অনেক শাসক শাসন করেছে। তারা শাসক হিসেবে কখনো স্বাধীন, কখনো পরাধীন ছিল বটে; কিন্তু বাঙালিরা কখনো স্বাধীন ছিল না। এমনকি তাদের মুখের ভাষা বাংলাও কখনো সরকারি দপ্তরের ভাষা ছিল না। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের অভ্যুদয় ঘটলে বাঙালিরা মনে করেছিল, তারা স্বাধীন হলো; কিন্তু অচিরেই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করার ষড়যন্ত্র শুরু হলে, তারা উপলব্ধি করল, আসলে তারা নতুন করে পশ্চিম পাকিস্তানীদের কাছে পরাধীন হয়েছে। তারপর শুরু হয় ভাষা আন্দোলন। এই আন্দোলনের সূত্র ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুরু করেছিলেন বাঙালির অধিকার আদায়ের কঠোর সংগ্রাম। ১৯৬৬ সালে তিনি ঘোষণা করেন ছয় দফা। তিনি এই ছয় দফা ঘোষণা না করলে বাংলাদেশ স্বাধীন হতো না। এটা ছিল বাঙালির অর্থনৈতিক মুক্তির সনদ।
ড. অনুপম সেন ২৫ মার্চের গণহত্যার বিবরণ প্রদান করে বলেন, ২৫ মার্চ রাতে গণহত্যা শুরুর পর পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন।
উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করার সময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন এম. মঈনুল হক, গণিত বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনির, আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরী, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরী প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপাচার্যের উপদেষ্টা ও চীফ ইঞ্জিনিয়ার জনাব মো. আবু তাহের, রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব শেখ মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ।
প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটি এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর যৌথ উদ্যোগে তিনদিনব্যাপী ‘লেবার ল’ এন্ড ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ডস (আইএলএস)’ শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম শুরু।
Read Moreচট্টগ্রামে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও আইএলও’র যৌথ উদ্যোগে শ্রম আইন ও আন্তর্জাতিক শ্রম মানদণ্ড কর্মসূচি ২০২৫ এর ঘোষণা।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ‘ভয়েসেস ফ্রম দি ফিল্ড: লেবার ল’ ইন প্র্যাকটিস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটি আইন বিভাগের ইন্ট্রা ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত ।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে এলএলবি (অনার্স) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ।
Read More