প্রিমিয়ার ইউনিভার্সিটি গণিত বিভাগের উদ্যোগে ইউনেস্কো ঘোষিত আন্তর্জাতিক গণিত দিবস উদযাপন করা হয়েছে। ১৪ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, বেলা ১১.০০টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ভিয়েনার প্রফেসর ড. জেরান্ড পুতসেক, একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক ও বিশিষ্ট শিল্পপতি সূফী মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় (বুয়েট)-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন প্রফেসর ড. কায়কোবাদ, প্রিমিয়ার ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা ও প্রফেসর ড. মোফাজ্জল হোসাইন। প্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগের চেয়ারম্যান জনাব ইফতেখার মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেন, আজকের বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ব। আজকের বিশ্বের ভিত্তি গণিতের উপর। তিনি গণিতের বিভিন্ন ব্যবহার, বিশেষ করে অ্যালোগরিদম ও ক্যালকুলাসের ব্যবহার নিয়ে কথা বলেন। তিনি উল্লেখ করেন, সোভিয়েত ইউনিয়ন যে দ্রুত এগিয়ে গিয়েছিল, তার কারণ, তারা গণিতসহ বেসিক সায়েন্সকে খুবই গুরুত্ব দিয়েছিল। তারা ক্লাস এইট থেকে শিক্ষার্থীদের ক্যালকুলাস শিক্ষা দিতে শুরু করেছিল, যেখানে আমিরেকায় ক্যালকুলাস শিক্ষা দেওয়া হতো ত্রয়োদশ শ্রেণি থেকে। আমেরিকা অবাক হয়ে দেখেছিল, গণিতকে গুরুত্ব দেওয়ার কারণে তাদের আগেই সোভিয়েত ইউনিয়ন মহাশূন্যে স্যাটেলাইট স্থাপন করতে সক্ষম হয়েছে, মহাকাশে মানুষ (ইউরি গ্যাগারিন, ভ্যালেন্তিনা তেরেসকোভা) পাঠাতে পেরেছে। তিনি বিশে^র প্রসিদ্ধ গণিতবিদ পীথাগোরাস, ডোমোক্রিটাস, আর্কিমিডিস, রামানুজান, ইউক্লিড, নিউটন, আইনস্টাইন ও আল বেরুনির কথা তুলে ধরেন। তিনি এই উপমহাদেশের শূন্য আবিষ্কারের ফলে রোমান হরফ থেকে গণিত মুক্ত হয়েছে বলে উল্লেখ করেন।
টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ভিয়েনার প্রফেসর ড. জেরান্ড পুতসেক তাঁর বক্তব্যে অনুষ্ঠানে বিপুল শিক্ষার্থীর উপস্থিতি দেখে তাঁর মুগ্ধ হওয়ার কথা ব্যক্ত করেন। তিনি বলেন, গণিতের সমস্যা সমাধানে মস্তিষ্ককে কাজে লাগাতে হবে। তিনি দ্রুততম সময়ে অ্যালোগরিদমের প্রয়োগে সংখ্যা গণনার একটি চমৎকার খেলা পরিচালনা করেন। এভাবে তিনি গণিতের গুরুত্ব ব্যবহারিকভাবে তুলে ধরেন।
বিশিষ্ট শিল্পপতি সূফী মোহাম্মদ মিজানুর রহমান গণিতের শিক্ষার্থীদের বিনয়ী হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, মানুষের ভেতরে অসীম শক্তি ঘুমন্ত অবস্থায় রয়েছে। সেই শক্তিকে জাগ্রত করে যাবতীয় বাধাকে অতিক্রম করে সাফল্য অর্জন করতে হয়। গণিতের মতো জটিল ও কঠিন বিষয় অধ্যয়নে শিক্ষার্থীদের এই কথা মনে রাখতে হবে। তিনি আরও বলেন, প্রয়োজনমাফিক কাজ করে কখনো বড় হওয়া যায় না। বড় হতে হলে প্রয়োজনের অতিরিক্ত কাজ অবশ্যই করতে হবে।
প্রফেসর ড. কায়কোবাদ তাঁর বক্তব্যে গণিত দিবসের ব্যাখ্যা দেন। তিনি বলেন, আলবার্ট আইনস্টাইন ছোটবেলা থেকে খুবই চিন্তা করতেন। তিনি বলতেন, তুমি তখনই বাঁচতে শিখবে, যখন তুমি আশপাশের সবকিছু থেকে নিজেকে পৃথক করে গভীর চিন্তা করতে পারবে। ড. কায়কোবাদ আরও বলেন, তোমরা যদি গভীর চিন্তা করতে না পারো, তবে গণিতের জটিল ও কঠিন সমস্যা সমাধান করতে পারবে না।
উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে যেমন ভাষার প্রয়োজন রয়েছে, তেমনি প্রয়োজন রয়েছে গণিতেরও। তিনি গণিতকে বিজ্ঞান ও প্রযুক্তির ভাষা উল্লেখ করে বলেন, গণিত ব্যবহার করে আমাদের আশপাশের সবকিছুকে ব্যাখ্যা করা যায়।
গণিত বিভাগের চেয়ারম্যান জনাব ইফতেখার মনির বেসিক সায়েন্সের বিষয়গুলো কীভাবে বিস্তার করা যায়, সে-ব্যাপারে কথা বলেন। শেষে প্রিমিয়ার ইউনিভার্সিটি ম্যাথরিমিক্স ক্রিয়েটিভ চ্যালেঞ্জ-২০২৪ প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানারআপদের পুরস্কার প্রদান করা হয়। এখানে উল্লেখ্য, আন্তর্জাতিক গণিত ইউনিয়ন প্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগের শিক্ষার্থীদের দুটি প্রজেক্ট ক্রিয়েটিভ প্রজেক্ট হিসেবে নির্বাচন করেছে।
MOOTING WORKSHOP BY MOOTING SOCIETY
Read MoreCyber Security Awareness and Protection: A Special Discussion at Department of Law
Read MoreBLOOD GROUPING CAMPAIGN
Read MoreCANCER AWARENESS PROGRAM
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে হিম উৎসব ও কাওয়ালী সন্ধ্যা
Read MoreHIM O KAWALI UTSHOB 2025
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটি আইন বিভাগে উইনটার ফেস্ট
Read More