প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে গণিত বিভাগের উদ্যোগে ‘বর্ষাবরণ ১৪৩০’ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৭ জুন ২০২৩, শনিবার, বেলা ২.৩০টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন মাননীয় উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা। সভাপতিত্ব করেন গণিত বিভাগের চেয়ারম্যান জনাব ইফতেখার মনির। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. অনুপম সেন বলেন, বর্ষার সঙ্গে আমাদের জীবনের যোগ খুবই গভীর। আমাদের দেশের শস্য বর্ষার উপর নির্ভর করে, যা আমাদের প্রকৃতি-নির্ভরতা প্রমাণ করে। বস্তুত শুধু আমাদের দেশ নয়, পুরো বিশ্বই প্রকৃতি-নির্ভর। তিনি বাংলাদেশে বর্ষার অসাধারণ রূপের বর্ণনা দেন। তিনি বর্ষা নিয়ে কালিদাস ও রবীন্দ্রনাথের রচিত কবিতার কথা তুলে ধরেন।
ড. সেন বলেন, প্রকৃতি ছাড়া মানুষ বাঁচতে পারে না। প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে, প্রকৃতি যা দেয়, তা গ্রহণ করেই মানুষ জীবন অতিবাহিত করে।
তিনি আরও বলেন, সভ্যতার শুরু থেকে মানুষ প্রকৃতিকে জয় করে বাঁচতে চায়। বস্তুত প্রকৃতিকে জয় করে নয়, প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বাঁচতে হবে। প্রকৃতিকে জয় করতে গেলে তা বিভিন্ন দুর্যোগ, যেমন, ঘূর্ণিঝড়, তাপদাহ, সুনামি ও খরার মাধ্যমে প্রত্যাঘাত করে।
উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা বলেন, আমরা যে-বিষয়ই পড়ি না কেন, ছয়ঋতুকে উপভোগ করি, উপভোগ করি বর্ষা। কারণ আমরা মানুষ। আমাদের কৃষিনির্ভর সমাজে বর্ষা হলো আশীর্বাদ। তিনি বর্ষা নিয়ে রচিত কালিদাসের ‘মেঘদূত’ কাব্যের কথা উল্লেখ করেন।
গণিত বিভাগের চেয়ারম্যান জনাব ইফতেখার মনির বলেন, গণিতের ছাত্ররা বর্ষাবরণ করছে; কারণ, বৃষ্টি শুধু সাহিত্যের ছাত্রদের জন্য নয়, সবার জন্য। গণিত এবং বিজ্ঞানের ছাত্ররাও কেবলমাত্র তাদের বিষয়গুলোই চর্চা করে না, সংস্কৃতিরও চর্চা করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. হারাধন কুমার মহাজন, প্রভাষক মামুন-অর-রশিদ, প্রভাষক মাহবুবুর রহমান, প্রভাষক সুমাইয়া ইয়াসমিন।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
প্রিমিয়ার ইউনিভার্সিটি ও আলিয়ঁস ফ্রঁসেজের এমওইউ স্বাক্ষরিত
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষাকার্যক্রম সম্পূর্ণভাবে স্বাভাবিক
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে বন্যা পরবর্তী ফ্রি হেলথ ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ সেবা।
Read Moreঅভিনন্দন বার্তা জনাব মোঃ ইকবাল হোসেন কে যিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে যোগদান করেছেন৷
Read Moreপ্রফেসর ড. মোহাম্মদ ইউনুস এর নেতৃত্বে গঠিত অন্তরবর্তীকালীন সরকারকে অভিনন্দন ও শুভেচ্ছা।
Read MoreExciting News from Premier University's EEE Department!
Read MoreKelly Royster, English Fellow from USA, presents valuable books to Premier University
Read More