প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, বীর চট্রলার অবিসংবাদিত নেতা, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সফল মেয়র, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, চট্টলবীর আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ।
২০১৭ সালের ১৫ ডিসেম্বর চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন এবিএম মহিউদ্দিন চৌধুরী।
১৯৪৪ সালের ১লা ডিসেম্বর চট্টগ্রামের রাউজান গহিরা গ্রামে বক্স আলী চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী।
আমৃত্যু মানব কল্যাণে কাজ করে একজন গণমানুষের নেতা হিসেবে সকলের মণিকুঠায় ঠাঁই করে নিয়েছিলেন এবিএম মহিউদ্দিন চৌধুরী। অদম্য এই রাজনীতিবীদ কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি।