প্রিমিয়ার ইউনিভার্সিটি ও আলিয়ঁস ফ্রঁসেজের একটি সমঝোতা স্মারক চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ০৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, ট্রেজারার এবং প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, ইংরেজি বিভাগের চেয়ারম্যান জনাব সাদাত জামান খান, আলিয়ঁস ফ্রঁসেজের পক্ষ থেকে ডিরেক্টর ব্রুনো লাক্রাম্প ও শিক্ষক পলাশ চক্রবর্তী অংশগ্রহণ করেন।
এই চুক্তির অধীনে প্রিমিয়ার ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য প্রিমিয়ার ইউনিভার্সিটিতে আলিয়ঁস ফ্রঁসেজ ফরাসী ভাষা কোর্স পরিচালনা করবে। এই কোর্সের একটি সেমিস্টার ছাত্রছাত্রীরা আলিয়ঁস ফ্রঁসেজে ফরাসী ভাষা শিক্ষার ক্ষেত্রে ওয়েভার হিসেবে পাবে। তারা আলিয়ঁস ফ্রঁসেজের লাইব্রেরিসুবিধাও প্রাপ্ত হবে। এছাড়াও প্রিমিয়ার ইউনিভার্সিটি ও আলিয়ঁস ফ্রঁসেজের যৌথ উদ্যোগে ছাত্রছাত্রীদের জন্য কালচারাল প্রোগ্রাম ও অন্যান্য প্রোগ্রামও পরিচালনা করা হবে।
চুক্তিতে প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন এবং আলিয়ঁস ফ্রঁসেজের ডিরেক্টর ব্রুনো লাক্রাম্প স্বাক্ষর করেন।
Colorful Fresher’s Reception and Farewell Ceremony at the Department of Law, Premier University
Read More
Premier University Welcomes LL.M. Batch 40 with Orientation Program 50 New Graduates Embark on Master’s Journey at Hazari Lane Campus
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘চেজিং দ্য লস্ট বিলিয়নস: লন্ডার্ড মানি এন্ড ইটস টল অন আওয়ার ইকোনোমি’ শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত।
Read More
প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটি এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর যৌথ উদ্যোগে তিনদিনব্যাপী ‘লেবার ল’ এন্ড ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ডস (আইএলএস)’ শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম শুরু।
Read More
চট্টগ্রামে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও আইএলও’র যৌথ উদ্যোগে শ্রম আইন ও আন্তর্জাতিক শ্রম মানদণ্ড কর্মসূচি ২০২৫ এর ঘোষণা।
Read Moreপ্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ‘ভয়েসেস ফ্রম দি ফিল্ড: লেবার ল’ ইন প্র্যাকটিস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।
Read More