প্রিমিয়ার ইউনিভার্সিটি কেন্দ্রীয় বিতর্ক সংগঠন পিইউডিএস-এর উদ্যোগে শুরু হয়েছে ‘দশম পিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব-২০২৩’।
এবারের উৎসবের প্রথম আয়োজন চতুর্থ আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও চতুর্থ আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা। এই আয়োজনে আরও রয়েছে দশম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, বিভিন্ন মডেলের প্রদর্শনী বিতর্ক ও বিতার্কিক সম্মাননা। ‘চেতনার আকাশে উড়াই যুক্তির ঘুড়ি’ এই স্লোগানকে সামনে রেখে ২৩ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ‘দশম পিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব-২০২৩'-এর উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান ও পিইউডিএস-এর মডারেটর সঞ্জয় বিশ্বাস। সভাপতিত্ব করেন পিইউডিএস-এর চিফ মডারেটর জুলিয়া পারভিন।
উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন ‘বিতর্ক ও জ্ঞানের ভিত্তি হলো যুক্তি’ উল্লেখ করে বলেন, সভ্যতার সূচনা ও সভ্যতার অগ্রগতির সঙ্গে যুক্তির একটা বড়ো সম্পর্ক রয়েছে। যুক্তি সত্যকে এগিয়ে নিয়ে যায়। আমরা কার্যকারণের বলি; কারণ কাজের পেছনেও একটা কারণ থাকে। এটা হলো যুক্তি। বিজ্ঞানে যুক্তিকে সেভাবে দেখা হয়। কার্যকারণের সম্পর্ক যারা খণ্ডন করার চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত তারাও স্বীকার করতে বাধ্য হয়েছেন, প্রতিটি কাজের নেপথ্যে একটা কারণ থাকে। অর্থাৎ তারা যুক্তিকে মেনে নিয়েছেন।
তিনি জগত ও মানবজীবনের ব্যাখ্যার বারবার যে-পরিবর্তন ঘটে, তা যুক্তির মাধ্যমে ঘটে বলে বর্ণনা করেন। বিজ্ঞানের অগ্রগতিতে, রাজনৈতিক ক্ষেত্রে ও পার্লামেন্টে যুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তিনি তুলে ধরেন।
ড. সেন আরও বলেন, প্লেটোর মুখ্য রচনাগুলো, যেমন, রিপাবলিক, সিম্পোজিয়াম ইত্যাদি ডায়ালগে একজনের বক্তব্য খণ্ডন করছেন আরেকজন ডায়ালগের মধ্য দিয়ে। প্লেটোর এইসব ডায়ালগের মুখ্য বক্তা বা তার্কিক-তাত্ত্বিক হলেন সক্রেটিস।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিইউডিএস-এর মডারেটর হিল্লোল সাহা, নিলুফার সুলতানা, মিনহাজ হোসেন, সাইফুদ্দিন মুন্না, ফারিয়া হোসেন বর্ষা, দুহিতা চৌধুরী, তানিয়াহ্ মাহমুদা তিন্নি, পিইউডিএস-এর সহ-সভাপতি মো. জোনায়েদ ও সাধারণ সম্পাদক মেহেদী রহমান নিকাশ।
দেশের ২৪টি স্কুল, ১২টি কলেজ ও ৩২টি বিশ্ববিদ্যালয় নিয়ে শুরু হয়েছে এবারের আয়োজন। আগামী ০৪ মার্চ প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।