PREMIER UNIVERSITY

Department of LAW

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও প্রিমিয়ার ইউনিভার্সিটির কর্মশালা

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে ‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন: ডকুমেন্টেশনস এন্ড এভিডেন্স’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১২ মে ২০২৪, রবিবার, বেলা ২টায় অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। কিনোট স্পিকার ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সম্মানিত সদস্য প্রফেসর ড. এস. এম. কবীর। প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসা-প্রশাসন বিভাগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইংরেজি বিভাগ, আইন বিভাগ, অর্থনীতি বিভাগ ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ এই কর্মশালায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন তাঁর বক্তব্যে বলেন, আমাদের প্রিমিয়ার ইউনিভার্সিটির ছয়টি বিভাগ অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করেছে। এই অ্যাক্রেডিটেশন প্রাপ্তি একটি বিশ্ববিদ্যালয়ের জন্য বড় অর্জন। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সম্মানিত সদস্য প্রফেসর ড. এস. এম. কবীর প্রিমিয়ার ইউনিভার্সিটির ছয়টি বিভাগের শিক্ষকদের, যাঁরা এই অ্যাক্রেডিটেশন কার্যক্রমের সঙ্গে যুক্ত, তাঁদের সঙ্গে অ্যাক্রেডিটেশনের জন্য বিশ্ববিদ্যালয়কে যেসব বিদ্যায়তনিক আবশ্যিক প্রয়োজন অর্জন করতে হবে, সেসব বিষয়ে যে-আলোচনা করেছেন, তা খুবই ফলপ্রসূ হয়েছে বলে আমি মনে করি। এইজন্য বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
কিনোট স্পিকার প্রফেসর ড. এস. এম. কবীর বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে অ্যাক্রেডিটেশনের যে-প্রস্তুতি গ্রহণ করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয় ও আশাব্যঞ্জক।
কর্মশালায় উপস্থিত ছিলেন ট্রেজারার এবং আইকিউএসি-প্রিমিয়ার ইউনিভার্সিটির পরিচালক প্রফেসর ড. তৌফিক সাঈদ, রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক (অ্যাক্রেডিটেশন) প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদ, আইকিউএসি-প্রিমিয়ার ইউনিভার্সিটির অতিরিক্ত পরিচালক প্রফেসর এম মঈনুল হক ও মোহাম্মদ ইফতেখার মনির।

Related News

Premier University Welcomes LL.M. Batch 40 with Orientation Program 50 New Graduates Embark on Master’s Journey at Hazari Lane Campus

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘চেজিং দ্য লস্ট বিলিয়নস: লন্ডার্ড মানি এন্ড ইটস টল অন আওয়ার ইকোনোমি’ শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর যৌথ উদ্যোগে তিনদিনব্যাপী ‘লেবার ল’ এন্ড ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ডস (আইএলএস)’ শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম শুরু।

Read More

চট্টগ্রামে প্রিমিয়ার ইউনিভার্সিটি ও আইএলও’র যৌথ উদ্যোগে শ্রম আইন ও আন্তর্জাতিক শ্রম মানদণ্ড কর্মসূচি ২০২৫ এর ঘোষণা।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগে ‘ভয়েসেস ফ্রম দি ফিল্ড: লেবার ল’ ইন প্র্যাকটিস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটি আইন বিভাগের ইন্ট্রা ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ।

Read More
Copyright © 2024 Premier University IT. All rights reserved.