প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ও শিক্ষায় একুশে পদকপ্রাপ্ত প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। তিনি বলেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। শিক্ষার্থীরা অভ্যাস পরিবর্তনের মাধ্যমে যদি সচেতন হয় তাহলে তারা বিভিন্ন রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারে। এ সময় তিনি বেলভিউ হসপিটাল লিমিটেডের প্রতিনিধিদের সঙ্গে হসপিটালের সার্ভিস চার্জ, রোগ নির্ণয়, চিকিৎসা পদ্ধতি, চিকিৎসা সুবিধা সংক্রান্ত আলাপ-আলোচনা করেন। তিনি বেলভিউ হাসপাতালের বিভিন্ন বৈশিষ্ট্যের প্রশংসা করে বলেন, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণির লোকজন যেন এই হসপিটালে অল্প খরচে চিকিৎসা সুবিধা পায়।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ইউনিভার্সিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য সচিব জনাব বোরহানুল হাসান চৌধুরী, মাননীয় ট্রেজারার ও প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, রেজিস্ট্রার জনাব খুরশিদুর রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাডজাঙ্কট ডিন প্রফেসর এ.কে.এম তফজল হক ও সহকারী রেজিস্ট্রার/ইঞ্জিনিয়ার (আইটি) জনাব কামরুল হাসান। বেলভিউ হসপিটাল লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এই হসপিটালের চেয়ারম্যান জনাব আব্দুল কৈয়ুম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ডা. সেলিম আকতার চৌধুরী, নির্বাহী পরিচালক (অর্থ) লায়ন জি. কে. লালা, নির্বাহী পরিচালক ডা. আর. পি. আসিফ খান, হেড অব এইচআর জনাব মো. রাশেদুল ইসলাম, হেড অব বিজনেস ডেভলপমেন্ট জনাব মিল্টন কান্তি দে।
এই চুক্তির মধ্য দিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির সকল শিক্ষক-শিক্ষিকা, সকল ছাত্র-ছাত্রী, সকল কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার বেলভিউ হসপিটাল লিমিটেড থেকে স্বাস্থ্যপরীক্ষা ও চিকিৎসাক্ষেত্রে বিশেষ সুযোগ-সুবিধা পাবেন।
চুক্তিতে স্বাক্ষর করেন ইউনিভার্সিটির পক্ষে রেজিস্ট্র্রার জনাব খুরশিদুর রহমান এবং বেলভিউ হসপিটাল লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডা. সেলিম আকতার চৌধুরী।
Related News
প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষাকার্যক্রম সম্পূর্ণভাবে স্বাভাবিক
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে কম্পিউটার সায়েন্সের সাম্প্রতিক গবেষণালব্ধ নানাবিধ জ্ঞান ও অনুসন্ধিৎসু বিশ্লেষণের লক্ষ্যে সিরিজ সেমিনারের প্রথম সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে