প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শ্রমিকের অধিকার বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত
০৫,ফেব্রুয়ারি ২০২৩ প্রিমিয়ার ইউনিভার্সিটির, হাজারি লেইন ক্যাম্পাসে আইন বিভাগের সহকারী অধ্যাপক হিল্লোল সাহার তত্ত্বাবধানে, ৪৬ ব্যাচের আয়োজনে শ্রমিকের অধিকার বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উক্ত প্রদর্শনীর উদ্বোধন করেন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক তানজিনা আলম চৌধুরী। প্রদর্শনীর উদ্বোধনী আয়োজনে বক্তব্য রাখেন প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রক্টর, সহকারী অধ্যাপক আহমেদ রাজিব চৌধুরী, সহকারী অধ্যাপক সঞ্জয় বিশ্বাস, সহকারী অধ্যাপক ফরিদউদ্দীন আহমদ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ফাহমিদা কাদের, সহকারী অধ্যাপক ইয়াসমিন ফারজানা, প্রভাষক জাবেদ আরাফাত,প্রভাষক সুরিনা তারজিদ প্রমূখ।
উক্ত প্রদর্শনীতে ছাত্র-ছাত্রীদের প্রস্তুতকৃত ১০ টি দেয়ালিকা স্থান পায়।