puc_logo

Premier University
Center Of Excellence For Quality Learning

puc_logo

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই ২০২৫, সোমবার, বিকেল ৩টায় ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই ২০২৫, সোমবার, বিকেল ৩টায় অনুষ্ঠিত এই সেমিনারে তিনটি প্রবন্ধ উপস্থাপিত হয়। ‘ইনক্লুশন ইন ইংলিশ ল্যাংগুয়েজ টিচার এডুকেশন ইন হায়ার এডুকেশন কনটেক্সট ইন বাংলাদেশ: আ ন্যারেটিভ ইনকোয়ারি’ শীর্ষক প্রবন্ধ প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক কোহিনূর আক্তার, ‘রিভিজিটিং তসলিমা নাসরিন’স শেইম অ্যান্ড শেইমলেস: ফ্রম ক্ল্যাশ অব সিভিলাইজেশন টু ক্ল্যাশ অব ইগনোরেন্স’ শীর্ষক প্রবন্ধ সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তাহের হোসেন সেলিম এবং ‘প্যাট্রিয়ার্কি, কাস্টেইজম, অ্যান্ড রিলিজিয়াস কনজারভেটিজম ইন হার্ট ল্যাম্প বাই বানু মুশতাক’ শীর্ষক প্রবন্ধ কুমিল্লার বাইউস্ট-এর সহকারী অধ্যাপক আলমগীর মোহাম্মদ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। তিনি বলেন, সাহিত্যগবেষণার মাধ্যমে একজন গবেষক নির্দিষ্ট কোনো লেখকের দর্শন, কোনো বিশেষ যুগের সাহিত্যিক প্রবণতাকে বিশ্লেষণ করেন। তারা সাহিত্যে প্রতিফলিত সামাজিক-রাজনৈতিক বাস্তবতার স্বরূপ উদ্ঘাটন করেন। ভাষা ও সাহিত্য গবেষণা শুধু একাডেমিক জ্ঞানচর্চার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি জাতির সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, চিন্তার বিকাশ এবং মানবীয় অভিজ্ঞতার বৈচিত্র্যকে বুঝতে সাহায্য করে।
প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার সমকালীন লেখিকাগণ যৌনতা, মানসিক নিপীড়ন এবং প্রাত্যহিক জীবনের সংগ্রামের মতো বিষয়গুলোকে সাহসিকতার সাথে তুলে ধরে নারীবাদের আলোচনাকে আরও বিস্তৃত ও প্রাসঙ্গিক করে তুলছেন। আরও আলোচক ছিলেন সহযোগী অধ্যাপক ড. আবদুর রহিম ও সহকারী অধ্যাপক সৈয়দা সালমা আক্তার।
সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক সৈয়দ জসীম উদ্দীন। সমকালীন ভাষা ও সাহিত্য নিয়ে প্রবন্ধ উপস্থাপন করার জন্য তিনি গবেষকদের অভিনন্দন জানান। সেমিনারটি সঞ্চালনা করেন প্রভাষক মু. মেহেদী রহমান। বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা সেমিনারে উপস্থিত ছিলেন।

Related News

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘আন্ডারস্ট্যান্ডিং দ্য নারকোটিকস কন্ট্রোল অ্যাক্ট ২০১৮: লিগ্যাল অ্যান্ড সোশ্যাল পার্সপেক্টিভস’ শীর্ষক স্টুডেন্টস’ সিম্পোজিয়াম অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘ইপসা-শিখা’ প্রকল্পের আওতায় যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা সেশন ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগে ‘ফ্রি হ্যান্ড ফিগার ইলাসট্রেশন’ শীর্ষক দুইদিনব্যাপী কর্মশালার সমাপনী ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘এমপ্লয়েবিলিটি মাস্টারক্লাস’ শীর্ষক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত ।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ।

Read More

Seminar titled ‘Interdisciplinary, Knowledge Integration and Diffusion in Business Research’ held at the Department of Business Administration, Premier University.

Read More

বিজনেস ইনোভেটিভ আইডিয়া কনটেস্ট ২০২৫–এ প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের অর্জন।

Read More

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই ২০২৫, সোমবার, বিকেল ৩টায় ।

Monday, 28 July, 2025

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত ।

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে মাসিক সাহিত্য সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই ২০২৫, সোমবার, বিকেল ৩টায় অনুষ্ঠিত এই সেমিনারে তিনটি প্রবন্ধ উপস্থাপিত হয়। ‘ইনক্লুশন ইন ইংলিশ ল্যাংগুয়েজ টিচার এডুকেশন ইন হায়ার এডুকেশন কনটেক্সট ইন বাংলাদেশ: আ ন্যারেটিভ ইনকোয়ারি’ শীর্ষক প্রবন্ধ প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক কোহিনূর আক্তার, ‘রিভিজিটিং তসলিমা নাসরিন’স শেইম অ্যান্ড শেইমলেস: ফ্রম ক্ল্যাশ অব সিভিলাইজেশন টু ক্ল্যাশ অব ইগনোরেন্স’ শীর্ষক প্রবন্ধ সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তাহের হোসেন সেলিম এবং ‘প্যাট্রিয়ার্কি, কাস্টেইজম, অ্যান্ড রিলিজিয়াস কনজারভেটিজম ইন হার্ট ল্যাম্প বাই বানু মুশতাক’ শীর্ষক প্রবন্ধ কুমিল্লার বাইউস্ট-এর সহকারী অধ্যাপক আলমগীর মোহাম্মদ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। তিনি বলেন, সাহিত্যগবেষণার মাধ্যমে একজন গবেষক নির্দিষ্ট কোনো লেখকের দর্শন, কোনো বিশেষ যুগের সাহিত্যিক প্রবণতাকে বিশ্লেষণ করেন। তারা সাহিত্যে প্রতিফলিত সামাজিক-রাজনৈতিক বাস্তবতার স্বরূপ উদ্ঘাটন করেন। ভাষা ও সাহিত্য গবেষণা শুধু একাডেমিক জ্ঞানচর্চার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি জাতির সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, চিন্তার বিকাশ এবং মানবীয় অভিজ্ঞতার বৈচিত্র্যকে বুঝতে সাহায্য করে।
প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার সমকালীন লেখিকাগণ যৌনতা, মানসিক নিপীড়ন এবং প্রাত্যহিক জীবনের সংগ্রামের মতো বিষয়গুলোকে সাহসিকতার সাথে তুলে ধরে নারীবাদের আলোচনাকে আরও বিস্তৃত ও প্রাসঙ্গিক করে তুলছেন। আরও আলোচক ছিলেন সহযোগী অধ্যাপক ড. আবদুর রহিম ও সহকারী অধ্যাপক সৈয়দা সালমা আক্তার।
সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক সৈয়দ জসীম উদ্দীন। সমকালীন ভাষা ও সাহিত্য নিয়ে প্রবন্ধ উপস্থাপন করার জন্য তিনি গবেষকদের অভিনন্দন জানান। সেমিনারটি সঞ্চালনা করেন প্রভাষক মু. মেহেদী রহমান। বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা সেমিনারে উপস্থিত ছিলেন।

Latest News

Designed and Developed By Premier University Software Section (IT)
Copyright © 2025 Premier University IT. All rights reserved.