প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের আয়োজনে ‘ফ্রি হ্যান্ড ফিগার ইলাসট্রেশন’ শীর্ষক দুইদিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠান ০৩ ডিসেম্বর ২০২৫, বুধবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের দামপাড়াস্থ ভবনে অনুষ্ঠিত হয়। ০২ ও ০৩ ডিসেম্বর ২০২৫ দুইদিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ফ্যাশন ইলাস্ট্রেশনের কারিগরি দিক, সৃজনশীল অভিব্যক্তি এবং আধুনিক শিল্প-প্রয়োগ কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম এবং কর্মশালা পরিচালক ও ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইউনুস। স্বাগত বক্তা ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার দাশ। বিভাগের কোঅর্ডিনেটর কুহেলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের কর্মশালার গুরুত্ব তুলে ধরে বলেন, ফ্যাশন শুধু পোশাক তৈরির শিল্প নয়; এটি একটি ভাষা, যা দিয়ে মানব অভিব্যক্তির নানা রূপ পৃথিবীর সামনে উপস্থাপিত হয়। আজকের তরুণ প্রজন্ম বিশ্ব ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে প্রতিনিয়ত তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। তাদের হাতেই আগামী দিনের ফ্যাশন শিল্পের কাঠামো নির্মিত হবে। ফ্রি হ্যান্ড ফিগার ইলাসট্রেশন হচ্ছে সেই পথচলার ভিত্তিমূল। দক্ষতা, নন্দনবোধ এবং প্রযুক্তিকে একত্রিত করে নিজেদের সৃষ্টিশীল শক্তিকে আরও বিকশিত করতে পারলেই শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে। প্রিমিয়ার ইউনিভার্সিটি সবসময়ই শিক্ষার্থীদের এই ধরনের সৃজনশীল একাডেমিক ও প্র্যাকটিক্যাল প্রশিক্ষণের সুযোগ করে দিতে বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, ফ্যাশন ডিজাইনের সঙ্গে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত দক্ষতা সংযুক্ত করতে পারলে আমাদের শিক্ষার্থীরা বৈশ্বিক পরিমণ্ডলে নতুন দিগন্ত উন্মোচন করবে। আজকের এই কর্মশালা তেমনই এক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে আমি বিশ্বাস করি।
শিক্ষার্থী সাবিহা রাইসা ও জেনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রফেসর ড. মোহীত উল আলম রবীন্দ্রনাথের প্রসঙ্গ টেনে ফ্যাশন ও স্টাইলের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি শুধু বাংলাদেশে নয়, এখন সারা পৃথিবীতে আছে। প্রিমিয়ার ইউনিভার্সিটির এই বিভাগের শিক্ষার্থীরা তার প্রাতিষ্ঠানিক সদস্য। তিনি আরও বলেন, জীবন উপভোগের জন্য, বর্জনের জন্য নয়। এই বিষয়টা যদি এই বিভাগের শিক্ষার্থীরা উপলব্ধি করতে পারে, তবে এই বিভাগের শাস্ত্রীয় জ্ঞান তাদের কাজে আসবে; অন্যথায় ব্যর্থ হবে।
বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, ফিগার ইলাস্ট্রেশন এমন এক কাজ, যা একজন ডিজাইনারের সারাজীবন দরকার হয়। দুইদিনব্যাপী কর্মশালায় আমাদের শিক্ষার্থীরা খুব আগ্রহের সঙ্গে শিক্ষা গ্রহণ করেছে।
স্বাগত বক্তব্যে সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার দাশ বলেন, ফিগার ইলাস্ট্রেশন বিষয়টা একদিনে শেখার নয়। তা শেখার জন্য অনেকসময়ের দরকার হয়। শেখার আগে অনেক সূত্র শিখতে হয়। তিনি উল্লেখ করেন, ফিগার ইলাস্ট্রেশন শেখার জন্য প্রতিনিয়ত চর্চায় থাকতে হয়।
সভাপতির বক্তব্যে কোঅর্ডিনেটর কুহেলী চৌধুরী বলেন, কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী তাদের অভ্যন্তরীণ সৃজনশীলতাকে প্রকাশ করার সুযোগ পেয়েছে। আমরা বিশ্বাস করি, তারা ভবিষ্যতে নিজেদের দক্ষতাকে আরও উন্নত করবে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আমাদের গর্বিত করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের প্রভাষক এস. এম. তৌসিফ, অর্পিতা দেবী, সৈয়দা আতকিয়া ফাইজাসহ ও শিক্ষার্থীবৃন্দ। শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয় এবং ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কার দেওয়া হয় ।
Related News
প্রিমিয়ার ইউনিভার্সিটিতে ‘আন্ডারস্ট্যান্ডিং দ্য নারকোটিকস কন্ট্রোল অ্যাক্ট ২০১৮: লিগ্যাল অ্যান্ড সোশ্যাল পার্সপেক্টিভস’ শীর্ষক স্টুডেন্টস’ সিম্পোজিয়াম অনুষ্ঠিত ।
Seminar titled ‘Interdisciplinary, Knowledge Integration and Diffusion in Business Research’ held at the Department of Business Administration, Premier University.
প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের আয়োজনে ‘ফ্রি হ্যান্ড ফিগার ইলাসট্রেশন’ শীর্ষক দুইদিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠান ০৩ ডিসেম্বর ২০২৫, বুধবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের দামপাড়াস্থ ভবনে অনুষ্ঠিত হয়। ০২ ও ০৩ ডিসেম্বর ২০২৫ দুইদিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ফ্যাশন ইলাস্ট্রেশনের কারিগরি দিক, সৃজনশীল অভিব্যক্তি এবং আধুনিক শিল্প-প্রয়োগ কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ লাভ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম এবং কর্মশালা পরিচালক ও ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইউনুস। স্বাগত বক্তা ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার দাশ। বিভাগের কোঅর্ডিনেটর কুহেলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এ ধরনের কর্মশালার গুরুত্ব তুলে ধরে বলেন, ফ্যাশন শুধু পোশাক তৈরির শিল্প নয়; এটি একটি ভাষা, যা দিয়ে মানব অভিব্যক্তির নানা রূপ পৃথিবীর সামনে উপস্থাপিত হয়। আজকের তরুণ প্রজন্ম বিশ্ব ফ্যাশন ইন্ডাস্ট্রির সঙ্গে প্রতিনিয়ত তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। তাদের হাতেই আগামী দিনের ফ্যাশন শিল্পের কাঠামো নির্মিত হবে। ফ্রি হ্যান্ড ফিগার ইলাসট্রেশন হচ্ছে সেই পথচলার ভিত্তিমূল। দক্ষতা, নন্দনবোধ এবং প্রযুক্তিকে একত্রিত করে নিজেদের সৃষ্টিশীল শক্তিকে আরও বিকশিত করতে পারলেই শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে। প্রিমিয়ার ইউনিভার্সিটি সবসময়ই শিক্ষার্থীদের এই ধরনের সৃজনশীল একাডেমিক ও প্র্যাকটিক্যাল প্রশিক্ষণের সুযোগ করে দিতে বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, ফ্যাশন ডিজাইনের সঙ্গে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিগত দক্ষতা সংযুক্ত করতে পারলে আমাদের শিক্ষার্থীরা বৈশ্বিক পরিমণ্ডলে নতুন দিগন্ত উন্মোচন করবে। আজকের এই কর্মশালা তেমনই এক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে আমি বিশ্বাস করি।
শিক্ষার্থী সাবিহা রাইসা ও জেনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রফেসর ড. মোহীত উল আলম রবীন্দ্রনাথের প্রসঙ্গ টেনে ফ্যাশন ও স্টাইলের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি শুধু বাংলাদেশে নয়, এখন সারা পৃথিবীতে আছে। প্রিমিয়ার ইউনিভার্সিটির এই বিভাগের শিক্ষার্থীরা তার প্রাতিষ্ঠানিক সদস্য। তিনি আরও বলেন, জীবন উপভোগের জন্য, বর্জনের জন্য নয়। এই বিষয়টা যদি এই বিভাগের শিক্ষার্থীরা উপলব্ধি করতে পারে, তবে এই বিভাগের শাস্ত্রীয় জ্ঞান তাদের কাজে আসবে; অন্যথায় ব্যর্থ হবে।
বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, ফিগার ইলাস্ট্রেশন এমন এক কাজ, যা একজন ডিজাইনারের সারাজীবন দরকার হয়। দুইদিনব্যাপী কর্মশালায় আমাদের শিক্ষার্থীরা খুব আগ্রহের সঙ্গে শিক্ষা গ্রহণ করেছে।
স্বাগত বক্তব্যে সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার দাশ বলেন, ফিগার ইলাস্ট্রেশন বিষয়টা একদিনে শেখার নয়। তা শেখার জন্য অনেকসময়ের দরকার হয়। শেখার আগে অনেক সূত্র শিখতে হয়। তিনি উল্লেখ করেন, ফিগার ইলাস্ট্রেশন শেখার জন্য প্রতিনিয়ত চর্চায় থাকতে হয়।
সভাপতির বক্তব্যে কোঅর্ডিনেটর কুহেলী চৌধুরী বলেন, কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী তাদের অভ্যন্তরীণ সৃজনশীলতাকে প্রকাশ করার সুযোগ পেয়েছে। আমরা বিশ্বাস করি, তারা ভবিষ্যতে নিজেদের দক্ষতাকে আরও উন্নত করবে এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে আমাদের গর্বিত করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের প্রভাষক এস. এম. তৌসিফ, অর্পিতা দেবী, সৈয়দা আতকিয়া ফাইজাসহ ও শিক্ষার্থীবৃন্দ। শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয় এবং ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কার দেওয়া হয় ।